রি লোগো মেকার

অনলাইনে ফ্রিতে আপনার লোগো তৈরি করুন। ব্যাবসা মালিক, স্টার্ট-আপ, অনলাইন কোম্পানি এবং আরো অনেকের জন্য এটা দারুণ সহজ একটা সমাধান। যখন আপনি তৈরি হবেন, ফাইলগুলো ডাউনলোড করার জন্য শুধুমাত্র $১৯.৯৯ ডলার পরিশোধ করুন।

গ্রাফিক স্প্রিংস ফ্রি লোগো মেকার ব্যবহার করা খুবই সহজ — এটা যেভাবে কাজ করেঃ

  1. প্রথমে, হাই কোয়ালিটি ভেক্টর ফরমেট লোগো টেমপ্লেট এর গ্যালারি থেকে নির্বাচন করুন। এটা ইন্ডাস্ট্রি অনুযায়ী শ্রেনীবিভাগ করা আছে, যার ফলে প্রক্রিয়াটা অনেক সজ ও দ্রুত হয়েছে।
  2. তারপর, আমাদের ইউজার ফ্রেন্ডলি ফ্রি লোগো মেকার প্ল্যাটফর্মে আপনার টেমপ্লেটের গ্রাফিক এবং টেক্সট এডিট করুন। যে কেউ-ই এটা ব্যাবহার করতে পারবে, কারন এখানে শুধু “ক্লিক-এবং-ড্র্যাগ” করেই সব কাজ করা যাবে।
  3. হয়ে গেলো! আপনার মাস্টারপিস তৈরি। সেভ করুন এবং আপনার হাই-রেজুলেশন ফাইল ডাউনলোড করুন। শুধুমাত্র $১৯.৯৯ ডলার পরিশোধ করে আপনি আপনার “ব্র্যান্ড-নিউ” লোগো আনলিমিটেড ব্যাবহারের জন্য ডাউনলোড করতে পারবেন।

বৈশিষ্ট্যসমূহ

রি লোগো ডিজাইন

ব্যাবসা, শিক্ষা, ফটোগ্রাফি এবং আরো ডজন খানেক ক্যাটাগরিতা ভাগ করা আমাদের গ্রাফিক টেমপ্লেট লাইব্রেরি প্রতিদিনই রিফ্রেশ করা হয়। বিভিন্ন রকম ফ্রি লোগো ডিজাইন টেমপ্লেট নিয়ে যাচাই করে দেখুন কোনটা আপনার ইন্ডাস্ট্রির জন্য মানানসই। অরিজিন্যাল ডিজাইন এবং ফন্টের সমারোহ নিয়ে গ্রাফিক স্প্রিংস যে কারো ব্যাবসায়ের জন্য দারূন একটা লোগো ডিজাইন করাকে “ওহ-খুব-সহজ” কাজ এ পরিণত করেছে।

কাস্টমাইজ করার স্বাধীনতা

গ্রাফিক স্প্রিংস এর অনলাইন ফ্রি লোগো মেকার ব্যাবহারকারীদের জন্য কাস্টমাইজেশন সুবিধা নিয়ে এসেছে। গ্রাফিক্স, ফন্টস, রং, এবং ভেক্টর শেপ এর অসংখ্য অপশন আছে, যার ফলে সম্ভাবনা এখানে সীমাহীন। অবশ্য আপনি যদি নিজে নিজে DIY লোগো ডিজাইন করার ভক্ত না হন, তাহলে আমাদের সাশ্রয়ী মূল্যের এবং পেশাদার কাস্টম লোগো ডিজাইন সেবা গ্রহণ করতে পারেন।

আনলিমিটেড ডাউনলোড

আপনার নিজের ফাইলে সীমাবদ্ধ এক্সেসের দিন শেষ। আপনি যখন আপনার লোগো ডাউনলোড করবেন (JPG, PNG, এবং SVG ফরম্যাট এ পাওয়া যাবে), ওটা শুধুই আপনার। এরপর থেকে আপনার লোগো এডিট বা পুনরায় ডাউনলোড করার জন্য কোন টাকা লাগবেনা।

বন্ধুত্বপূর্ণ গ্রাহকসেবা এবং সাপোর্ট

আপনি লোগো ডিজাইনে অভিজ্ঞ হোন বা অনভিজ্ঞ হোন, আমাদের সুদক্ষ গ্রাহকসেবা টিম আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। অবশ্য আমাদের ফ্রি লোগো মেকার ব্যাবহার করা খুবই সহজ, এবং আপনাকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াতে পথ দেখাবে। কিন্তু আপনি যদি আরো পেশাদার সাহায্য চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে বা আমাদের সাপোর্ট সেন্টার এ ভিজিট করতে দ্বিধা করবেন না।

নিজে নিজেই শুরু করে দিতে প্রস্তুত? এখানে লোগো ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে

আপনি লোগো ডিজাইনে নতুন নাকি অনেক দক্ষ এটা কোন ব্যাপার নয়। কিছু সহাহ্যক স্মৃতি সবার জন্যই উপকারী হবে। এছাড়াও, চিন্তাশীল ডিজাইন প্রক্রিয়া থেকেই কার্যকরী লোগো ডিজাইন করা যায়।

টিপ ১

সারল্যতা

গাদাগাদি অবজেক্ট এবং প্রচুর পরিমাণ ইফেক্ট ব্যাবহার থেকে বিরত থাকুন। এগুলো মনোযোগ নষ্ট করে দেয়। স্লিক এবং মিনিমালিস্টিক লোগো দেখতে অনেক গোছানো মনে হয়। আমাদের ফ্রি লোগো মেকার আপনার লোগো কাস্টমাইজ করার প্রচুর পরিমাণ সুবিধা দিবে। কিন্তু এগুলার ভিড়ে ভেসে যাবেন না!

টিপ ২

রং নির্বাচন

প্রথম টিপসটি মনে রাখুন। যেকোন একটি কালার স্কীম অনুসরণ করুন যেটি পেশাদার, এবং সামঞ্জশ্যপূর্ণ ব্র্যান্ড আইডেন্টিটি প্রকাশ করবে। যদিও হাজার হাজার রকমের রং থেকে নির্বাচন করতে হয়, স্মার্টভাবে রং নির্বাচন করুন।

টিপ ৩

র্যাক্টিক্যাল টাইপোগ্রাফি

আপনার টাইপফেস, টেক্সট সাইজ, পেয়ারিং, ফন্ট এবং কালার নির্বাচনের ব্যাপারে চিন্তাশীল হোন। এখানে শুধু সেরিফ এবং সেন্স সেরিফ ছাড়াও আরো অনেক ব্যাপার রয়েছে। সাধারণত, লোগো ডিজাইনের ক্ষেত্রে শুধু একটা বা দুইটা ফন্ট ব্যাবহার করা উচিত।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ডাউনলোড করার পর আমি কোন কোন ফরম্যাট এর ফাইল পাবো?

JPG, PNG, এবং SVG. আমরা বিভিন্ন সাইজের ফাইল এবং সাদা-কালো ভার্সন ও প্রদান করি।

কেনার পর কি আমি আমার ডিজাইন এডিট করতে পারবো?

জ্বী, কেনার পর আপনি আপনার সেভ করা ডিজাইন এডিট করতে পারবেন। গ্রাফিক স্প্রিংস এর মধ্যেই সব ধরনের এডিট করতে পারবেন। বাইরের অন্য কোন সফটওয়্যার এর প্রয়োজন হবে না।

আমি কি ট্রেডমার্ক বা কপিরাইট এর জন্য আবেদন করতে পারবো?

জ্বী, আপনি আপনার স্থানীয় প্যাটেন্ট অফিসে আবেদন করতে পারবেন।

আপনারা কি আমাকে কাস্টম লোগো তৈরি করতে সাহয্য করতে পারবেন?

আমাদের অভিজ্ঞ গ্রাফিক আর্টিস্টদের দল আপনার ব্যাবসার জন্য নিখুঁত লোগো তৈরি করতে আপনাকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত। মাত্র $১৪৯.৯৯ ডলারের বিনিময়ে গ্রাফিক স্প্রিংস আপনার ব্যাবসাকে পেশাদার সহযোগিতা প্রদান করবে। আজই আপনার কাস্টম লোগো অর্ডার করুন।

ব্যাবহারকারীরা যা বলছেন

আপনাদের সাইট দারুণ ভালো লেগেছে! গ্রাফিক স্প্রিংস এর বিজনেস লোগো মেকার ব্যাবহার করে অসাধারন ফলাফল পেয়েছি এবং আমি বিভিন্ন ফাইল টাইপ ডাউনলোড করতে পেরেছি। প্রথমে আমি দ্বিধান্বিত ছিলাম কিন্তু পরে ফ্রি তে যাচাই করে দেখার সিদ্ধান্ত নিই আর সাথে সাথেই এটা ভালো লেগে যায়।

আপনার এরকম একটা সেবা দিচ্ছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। খুবই দ্রুত আমার একটা লোগো তৈরি করার দরকার ছিলো আর আমি আমার ব্রেনকে লোগো তৈরি করার প্রোগ্রাম খোঁজা নিয়ে খুব চাপ দিচ্ছিলাম আর তারপর আমি হঠাৎই এই সাইটটা পেয়ে যাই এবং তারপর মনের মত একটা লোগো তৈরি করতে আমার বেশি সময় লাগেনি।

ধন্যবাদ ধন্যবাদ!!!! আপনাদের অনলাইন লোগো জেনারেটর ব্যাবহার করে দারূন ফল পেয়েছি!!! যদিও লোগো ডিজাইন সম্পর্কে আমার প্রায় কোন ধারনাই ছিলো না। এখানে ক্ষতি হওয়ার কিছু নেই। কারন আপনি প্রথমেই এটি ফ্রিতে যাচাই করে দেখতে পারবেন।